ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আটক করা ইসরায়েলি মালিকানাধীন নৌযান গ্যালাক্সি লিডারের তিনটি ছবি প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান স্যাটেলাইটে ধারণকৃত এসব ছবি প্রকাশ করে। ফলে জিম্মির নয়দিনের মাথায় নৌযানটি সম্পর্কে তথ্য মিললো। খবর ডেইলি মেইলের।
জানা গেছে, ইয়েমেনের উত্তরাঞ্চলের দিকে অবস্থান করছে সেটি। বর্তমানে এটি রয়েছে বন্দর নগরী হোদেইদাহ থেকে ৫০ কিলোমিটার উত্তরের উপকূলে। তবে জাহাজটি উদ্ধারে কোনো তৎপরতা চালানো হচ্ছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
গত ১৯ নভেম্বর হেলিকপ্টার নিয়ে দুঃসাহসিক অভিযান চালিয়ে লোহিত সাগর থেকে গাড়ি বহনকারী জাহাজটি ছিনিতাই করে হুতি যোদ্ধারা। এতে বিভিন্ন দেশের ২৫ জন ক্রু ছিল।
এসজেড/
Leave a reply