পিটার হাসকে হত্যার হুমকি: ৮ আ. লীগ নেতার বিরুদ্ধে মামলার আবেদন

|

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো:

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ৮ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.সালাউদ্দিনের আদালতে মামলাটির আবেদন করা হয়। যার বাদি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা এম এ হাশেম রাজু।

এ ব্যাপারে তার আইনজীবী ইরফান উদ্দিন বলেন, একজন সম্মানিত ব্যক্তিকে হত্যার হুমকি দেয়ায় এ মামলার আবেদন করা হয়েছে। আদালত শুনানি শেষে মামলা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।

প্রসঙ্গত, পিটার হাসকে বদমায়েশ উল্লেখ করে হত্যার হুমকি দিয়েছিলেন কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply