ইতিহাস গড়ে শেষ ষোলোয় আর্সেনাল

|

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। লাঁসকে ৬-০ গোলে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে গানাররা।

গ্রুপ ‘বি’র ম্যাচে ঘরের মাঠে ফরাসি ক্লাব লাঁসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছে আর্সেনাল। ১৩ মিনিটে কাই হাভার্টজ শুরু করে গোল উৎসব। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল হেসুস। ২৩ মিনিটে বুকায়ো সাকা করেন তৃতীয় গোল। ৪ মিনিটে পর আর্সেনালের হয়ে চতুর্থ গোলে করেন ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল মার্টিনেলি। আর প্রথমার্ধের ইনজুরি সময়ে স্কোরলাইনটা ৫-০ করেন গানার অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের প্রথম দল হিসেবে প্রথমার্ধেই গোল করেছেন আর্সেনালের পাঁচজন খেলোয়াড়। ম্যাচের প্রথমার্ধে ৫ গোলে এগিয়ে থাকার ঘটনাও কোনো ইংলিশ ক্লাবের হয়ে এই প্রথম ঘটলো।

বিশাল লিডের পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে জর্জিনিও আরও এক গোল পেলে বিশাল ব্যবধানে জয় পায় মিকেল আরতেতার দল। এই জয় শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠে গেলো সাকারা। অন্যদিকে, ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ফরাসি ক্লাবটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply