‘ফাইনালের আগেই ভারতকে চ্যাম্পিয়ন বানিয়ে দেয়া ছিল বড় ভুল’

|

ছবি: সংগৃহীত

১৯ নভেম্বর শেষ হয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। তবে শেষ হচ্ছে না ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের চুলচেরা বিশ্লেষণ। উড়তে থাকা রোহিত বাহিনীর আত্মসমর্পণ নিয়ে চলছে কাঁটাছেড়া। স্বাগতিকদের হার নিয়ে ক্রিকেট বিশ্লেষকেরাও দিচ্ছেন নিজেদের মতামত।

ফাইনালের আগেই ভারতকে চ্যাম্পিয়ন বানিয়ে ফেলা ভুল কাজ হয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ভারতকে নিয়ে প্রত্যাশা থাকা স্বাভাবিক। টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মেও ছিল তারা। তবে ফাইনালের আগেই তাদের চ্যাম্পিয়ন বানিয়ে দেয়াটা ভুল ছিল। যা হজম করতে বেশ কঠিন হবে ভারতীয়দের।

ভারত দলকে নিয়ে গণমাধ্যমের অতিরঞ্জিত সংবাদ প্রকাশের সমালোচনা করেন ওয়াসিম। বলেন, দল ভালো খেলায় আপনারা জনগণের প্রত্যাশা বাড়িয়েছেন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক থাকার প্রয়োজন ছিল। শুধুমাত্র একটি বাজে ম্যাচই পার্থক্য গড়ে দিল। তবে অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতেই হবে।

এত কাছে এসেও ঘরের মাঠে শিরোপা হাতছাড়া হওয়ার বিষয়টিকে কষ্টকর বলছেন ওয়াসিম আকরাম। তবে দ্রুতই ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ভারতের আছে বলে মনে করেন তিনি। সেটা চলতি টি-টোয়েন্টি সিরিজেই দেখা যাচ্ছে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply