Site icon Jamuna Television

ব্যাংকিং চ্যানেলে কমলো ডলারের দাম

মার্কিন ডলারের দাম কমিয়েছে ব্যাংকগুলো। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে রেমিট্যান্স ও রফতানিতে রেট মিলবে ১০৯ টাকা ৭৫ পয়সা। আর আমদানিকারদের কাছে বিক্রি হবে ১১০ টাকা ২৫ পয়সা হারে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

যদিও ডলার সংকটের কারণে এখনও এলসি খুলতে পারছে না বেশ কিছু ব্যাংক। বলা হচ্ছে, নির্ধারিত দামের সঙ্গে রেমিট্যান্সে সরকারের আড়াই শতাংশ প্রণোদনা দেবে ব্যাংকগুলো। তবে কোনও ব্যাংক চাইলে অতিরিক্ত আরও আড়াই শতাংশ প্রণোদনা দিয়ে প্রবাসী আয় সংগ্রহ করতে পারবে।

এর আগে, গত ২২ নভেম্বর প্রতি ডলারে ৫০ পয়সা কমিয়ে রফতানি ও রেমিট্যান্সে ১১০ টাকা এবং আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

দেড় বছরেরও বেশি সময় ধরে দেশে মার্কিন মুদ্রা ডলারের সংকট চলছে। চলতি মাসের প্রথম দিকে খোলাবাজারে দেশের ইতিহাসে রেকর্ড ১২৮ টাকা স্পর্শ করে মার্কিন এই মুদ্রা।

/এমএন

Exit mobile version