দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে রির্টানিং কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় সালমা ইসলাম বলেন, দেশ ও মানুষের উন্নয়নে কাজ করাই জাতীয় পার্টির লক্ষ্য। আগামীতে দেশের মানুষ উন্নয়ন করার সুযোগ করে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাপার এই কো-চেয়ারম্যান জানান, তিনি ধারাবাহিকভাবে এলাকায় উন্নয়ন করেছেন, তাই দোহার-নবাবগঞ্জের মানুষ তার অপেক্ষায় আছেন। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
এর আগে, অ্যাডভোকেট সালমা ইসলাম ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হন। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন বেশ কিছুদিন।
/এমএন
Leave a reply