বিএনপি থেকে শাহজাহান ওমর বহিষ্কার

|

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহজাহান ওমরকে বহিষ্কারের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই দলের সব পর্যায় থেকে তাকে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, জেল থেকে মুক্তি পাওয়ার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার তাকে মনোনয়ন দেয় দলটি। এরপর শাহজাহান ওমর এবারের নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এরই প্রেক্ষিতে বিএনপি তাকে বহিষ্কার করে।

নির্বাচনে শাহজাহান ওমরের প্রার্থিতার আরও বিস্তারিত পড়ুন: ঝালকাঠিতে আ. লীগের প্রার্থী পরিবর্তন, নৌকা দেয়া হলো বিএনপির শাহজাহান ওমরকে

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply