শ্রম অধিকার নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান শুধু বাংলাদেশের জন্য নয়, সব দেশের জন্য প্রযোজ্য। তাই বাংলাদেশের ওপর কোনো বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার সুযোগ ও পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের শ্রমনীতি এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের দেয়া চিঠির বিষয়ে এসব কথা বলেছেন তিনি।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, নির্বাচনের সাথে তাদের শ্রমনীতি বা চিঠির কোনো সম্পর্ক নেই। দেশের শ্রম পরিস্থিতি ও কর্মপরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এ নিয়ে কোনো চাপ নেই।
তিনি আরও বলেন, গার্মেন্টস পণ্যের রফতানি কমা বা বৃদ্ধির সাথে শ্রমনীতির কোনো সম্পর্ক নেই। যুদ্ধ পরিস্থিতি ও করোনা মহামারির কারণে কিছু ক্ষেত্রে রফতানি কমেছে। বাংলাদেশের আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য হওয়ার ক্ষেত্রে কেউ বিনা কারণে নিষেধাজ্ঞা দিলে তা নিয়ে সেখানে যাওয়ার সুযোগ রয়েছে।
/এমএন
Leave a reply