Site icon Jamuna Television

টাঙ্গাইলে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ৭০৭ বোতল ফেনসিডিল ও ১টি লেগুনা গাড়ীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের অফিসার্স ইনচার্জ শ্যামল কুমার দত্ত পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে দুই শীর্ষ মাদক ব্যবাসায়ী ও একটি লেগুনা (বগুড়া -ছ ১১-০২২২) আটক করা হয়। পরে লেগুনায় থাকা ৭০৭ বোতল ফেনসিডিল আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে ঝালকাঠি জেলার রাজাপুর থানার আরোয়া সোনারগাও এলাকার মো. সুলতান মীরের ছেলে মো. আনোয়ার হোসেন (৪০) ও গাইবান্ধা সদর থানার পূর্বপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. নাজমুল ইসলাম (২৩)।

গ্রেফতারকৃতদের বিষয়ে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version