মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের জন্য উল্লাস না করতে তেল আবিবের নির্দেশ

|

রাবার বুলেট ছুড়েছে ইসরায়েলি বাহিনী।

কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বাগত জানাতে গিয়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর আগ্রাসনের শিকার হয়েছেন পশ্চিম তীরের বাসিন্দারা। একইসঙ্গে পশ্চিম তীরে কারামুক্ত ফিলিস্তিনিদের জন্য আনন্দ-উল্লাস না করার নির্দেশও দিয়েছে তেল আবিব। খবর এপির।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) গভীর রাতে বন্দি বিনিময় চুক্তির আওতায় সপ্তম দফায় মুক্তি পায় ত্রিশ ফিলিস্তিনি। তাদের স্বাগত জানাতে রাতেই দখলকৃত পশ্চিম তীরের বেইতুনিয়া এলাকায় জড়ো হন সাধারণ মানুষ।

তবে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা সেখানে পৌঁছানোর আগেই চড়াও হয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় টিয়ার গ্যাস ও রাবার বুলেট। পরে ফিলিস্তিনিরাও পাথার ছুড়ে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানালে উত্তপ্ত হয় পরিস্থিতি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply