জয়পুরহাটে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহের তীর ২ ছেলের দিকে

|

সিনিয়র করেসপন্ডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটের কালাই উপজেলায় এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার শিকটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তার দুই ছেলেকে থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহত বৃদ্ধের নাম সৈয়দ আলী (৭৫)। তিনি একই উপজেলার মোতারাজ আলীর ছেলে।

নিহতের ছেলে তৈয়ব আলী আকন্দ বলেন, বাবা বেশ কয়েকদিন ধরে জমি কেনার জন্য একজনের সাথে আলাপ করছিলেন। এ জন্য তিনি ১০ থেকে ১২ লাখ টাকা স্টিলের বাক্সের মধ্যে রেখেছিলেন। গত রাতে ডাকাতরা ওই টাকা নিতে এসে বাবাকে ছুরি মেরে খুন করে টাকা, স্বর্ণ ও জমির দলিল নিয়ে গেছে। সকালে ঘরে ঢুকে বাবাকে খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এ ঘটনাকে ডাকাতি বলে বলে মনে হচ্ছে না, তারা এটিকে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন।

কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন, নিহতের গলার বাম পাশে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই ছেলে তৈয়ব আলী ও নাজমুলকে থানায় নেয়া হয়েছে। পুলিশের একাধিক দল তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/আরএইচ/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply