ইসরায়েলি আগ্রাসনে গাজায় ধ্বংসস্তুপ ৬০ শতাংশ ভবন

|

ইসরায়েলি বোমা হামলায় আহত ফিলিস্তিনি নারী তার বাড়ি থেকে আতঙ্কে বের হয়ে রাস্তায় হাঁটার সময় একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।

দু’মাসের কাছাকাছি চলা ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংস হয়েছে ৬০ শতাংশ আবাসিক ভবন। শুক্রবার (১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে গাজা প্রশাসন। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, বোমা বর্ষণ, মিসাইল, রকেট এবং ড্রোন হামলায় পুরোপুরি বিধ্বস্ত ৫০ হাজারের বেশি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত আড়াই লাখ বাসস্থান। সেই তালিকায় রয়েছে আশ্রয় শিবিরও।

গাজা কর্তৃপক্ষ জানায়, ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলোর বেশিরভাগই উত্তরাঞ্চলে অবস্থিত। এতে কমপক্ষে ৫০ হাজার পরিবার হারিয়েছে মাথা গোঁজার ঠাই। অনেকটা বাধ্য হয়েই হাসপাতালে আশ্রয় নিয়েছেন অনেকে। সব মিলিয়ে বাস্তুচ্যুত গাজা উপত্যকার কমপক্ষে ১১ লাখ বাসিন্দা।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন অভিযান চালায় হামাস। এরপরই গাজায় আগ্রাসন শুরু করে তেল আবিব। দেড় মাসের বেশি সময় ধরে চলা হামলায় প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়। যার মধ্যে ৬ হাজারই শিশু। বাস্তুচ্যুত হয় উপত্যকার বেশিরভাগ মানুষ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply