যুদ্ধবিরতি শেষ হতে না হতেই ইসরায়েলি তাণ্ডবে গাজায় প্রাণ গেছে আরও অন্তত ১৮০ ফিলিস্তিনির। এই উপত্যকায় শুক্রবার (১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছেন প্রায় এক হাজার বেসামরিক মানুষ। খবর রয়টার্সের।
কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত দুই শতাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। খান ইউনিস ও রাফা শহরসহ গাজার উত্তর ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চলছে হামলা। পাশাপাশি দক্ষিণ গাজার কয়েকটি অঞ্চলে লিফলেট ফেলে ফিলিস্তিনিদের এলাকা ছাড়তে বলে ইসরায়েল।
প্রায় দেড় মাস সংঘাতের পর গত সপ্তাহে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হামাস। গত ২৪ নভেম্বর সকাল থেকে কার্যকর হয় চারদিনের যুদ্ধবিরতি। এরপর দু’দফায় আরও তিনদিন যুদ্ধবিরতি বাড়ানো হয়।
নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আগেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।
/এমএন
Leave a reply