গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই হামলার লক্ষ্যবস্তু হিজবুল্লাহ গেরিলাদের অবস্থান। খবর রয়টার্সের।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকায় বিমান হামলা চালানো হয়। এর পাশাপাশি দূরপাল্লার কামান থেকে ছোঁড়া হয় গোলা।
এদিকে, এ হামলায় হিজবু্ল্লাহর দুই সদস্য নিহত হয়েছে বলে সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে। এই হামলাকে আগ্রাসন আখ্যা দিয়েছে হিজবুল্লাহ। হামলার সমুচিত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় সংগঠনটি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই পাল্টা জবাব দিয়ে আসছে হিজবুল্লাহ।
/এমএন
Leave a reply