ফিলিস্তিনে যুদ্ধ বন্ধে দেশে দেশে বিক্ষোভ

|

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর জন্য শুক্রবার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের একটি দল প্রার্থনা ও সমাবেশ করেছে। ছবি: আনাদুলু এজেন্সি।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ফের আগ্রাসন শুরুর প্রতিবাদে দেশে দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র, লেবনন ও ইয়েমেনসহ বেশ কয়েকটি দেশে ফিলিস্তিনের পক্ষে বিশাল গণজমায়েত হয়। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাসের সামনে ফিলিস্তিনি পতাকা, প্ল্যাকার্ড, কেফিয়া হাতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা। নিউইয়র্ক এবং জর্জিয়াতেও নির্মম আগ্রাসনের প্রতিবাদে ফুঁসে ওঠে সাধারণ মানুষ।

এদিকে, লেবাননের সিডন শহরে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে রাজপথে নামেন সাধারণ বাসিন্দারা। গাজাকে সব ধরনের সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানায় বিক্ষোভকারীরা।

লেবাননের পাশাপাশি ফিলিস্তিনের সমর্থনে জনতার ঢল নামে ইয়েমেনের রাজপথে। আগ্রাসন বন্ধ করতে আরব বিশ্বকে জেগে ওঠার আহ্বান তাদের। এদিন গাজার সমর্থনে হুতি বিদ্রোহীদের ইসরায়েল বিরোধী পদক্ষেপেরও সমর্থন জানান বিক্ষোভকারীরা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply