ঘরের মাঠে বিশ্বকাপে অপ্রতিরোধ্য ছিল ভারত। টানা ১০ ম্যাচ জিতে শিরোপার দাবিদারও হয়ে ওঠে তারা। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হোঁচট খায় রোহিত শর্মার দল। স্বপ্নভঙ্গ হয় তৃতীয়বারের মতো ইতিহাসে নাম লেখানোর।
ঠিক ২০ বছর আগে ২০০৩ বিশ্বকাপের ফাইনালেও হেরেছিল ভারত। সেই বিশ্বকাপে দলটির অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। তাই ফাইনাল হারের অনুভূতি কেমন, সেটা ভালো করেই জানেন ‘প্রিন্স অব কলকাতা’। তাই সেই বিষয়ে কথা বলার কোনো অধিকারই নেই বলে মন্তব্য করেন সৌরভ।
কলকাতায় সাংবাদিকদের সৌরভ গাঙ্গুলী বলেছেন, অধিনায়ক হিসেবে আমি তিনটি ফাইনাল খেলেছি, হেরেছি দুই ম্যাচে—২০০৩ বিশ্বকাপ ও ২০০১ চ্যাম্পিয়নস ট্রফি (আসলে ২০০০ চ্যাম্পিয়নস ট্রফি)। ফাইনাল কীভাবে জিততে হয়, সেটা বলার অধিকার আমার নেই। আমি শুধু এক ফাইনালেই জিতেছি, সেটাও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে। অন্তত তারা টুর্নামেন্টে দাপট দেখিয়ে ফাইনাল খেলেছে। আশা করছি, একদিন জিতবে, ভারতের ভাগ্যের পরিবর্তন হবে।
চলতি বিশ্বকাপে ভারতের পারফরমেন্সের নেপথ্যে কারিগর ছিলেন কোচ রাহুল দ্রাবিড়। দ্য ওয়ালের সাথে বিসিসিআইয়ের চুক্তি বাড়ানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, দ্রাবিড়ের ওপর বোর্ড ভরসা রেখেছে, এতে আমি বিস্মিত নই। আমি সভাপতি থাকার সময়েই দ্রাবিড়কে কোচ হাওয়ার জন্য রাজি করিয়েছিলাম। এটা দেখে ভালো লাগছে, তার মেয়াদ বাড়ছে। জুনে আসছে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা। এবারই বিশ্বকাপ জয়ের খুব কাছে ছিল। তারা ফাইনাল জেতেনি ঠিক আছে, তবে যেভাবে ভারত খেলেছে, বিশ্বকাপে সম্ভবত তারাই সেরা দল ছিল। ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের আগে আরও সাত মাস সে হাতে পাচ্ছে। আশা করছি, ওই বিশ্বকাপে সে আর রানার্সআপ নয়, চ্যাম্পিয়ন থাকবে।
/আরআইএম
Leave a reply