ঐতিহাসিক জয়ে বাংলাদেশকে প্রশংসায় ভাসালো রাজস্থান রয়্যালস

|

ছবি: সংগৃহীত

পূর্ণ শক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-লিটন-তাসকিন-ইবাদতকে ছাড়া ১৫০ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম টেস্ট জয়। ফলে বড় জয় দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করলো বাংলাদেশ। টাইগারদের এমন ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছে আইপিএলের ফ্রাইঞ্চাইজি ভিত্তিক দল রাজস্থান রয়্যালস।

নান্দনিক সৌন্দর্যের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের মঞ্চ তৈরি হয়েছিল আগের দিনই। সেখানেই শেষ দিনে আনুষ্ঠানিকতা সেরে নিল বাংলাদেশ। যার হাত ধরে জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ, শেষ দিনে সেই তাইজুলই দলকে পার করালেন শেষের বৈতরণী। শেষ দিনে তিন উইকেটের দুটিই তার, আরেকটি উইকেটেও অবদান তার ক্যাচের।

প্রথম ইনিংসের ৪টির সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৬টি, ক্যারিয়ারে দ্বিতীয়বার ম্যাচে ১০ উইকেটের স্বাদ পেলেন তাইজুল। নিউজিল্যান্ডের বিপক্ষে এই প্রথম ১০ উইকেট নিতে পারলেন বাংলাদেশের কোনো বোলার।

বাংলাদেশের স্মরনীয় জয়ে ভূয়সী প্রশংসা করেছে রাজস্থান রয়্যালস। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিশিয়াল ফেসবুকে পেজে টাইগারদের জয়ের ছবি পোস্ট করে লেখেন, এই ছবিতে খাঁটি জয়। অভিনন্দন বাংলাদেশ।

ছবি: সংগৃহীত

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে ১৭ টেস্ট খেলে মাত্র একটিতে জিতেছিল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুয়ে সেই ঐতিহাসিক জয়। হেরেছে ১৩ টেস্ট আর ড্র করেছিল ৩ টি। চায়ের শহর সিলেটের অপরূপ সৌন্দর্যের এই স্টেডিয়ামে আগের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। এবার এই মাঠ স্বাক্ষী হলা স্মরণীয় এক জয়ের।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply