পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির মাধ্যমে তিন পার্বত্য জেলার প্রশাসনিক ও আর্থ-সামাজিক ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। এ মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মশিউর রহমান।
শনিবার (২ ডিসেম্বর) ধানমন্ডির ৩২ নম্বরে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সচিব মো মশিউর রহমান।
এ সময় তিনি বলেন, শান্তিচুক্তির বেশিরভাগ ধারাই বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। পার্বত্য অঞ্চলে অস্থিরতার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল স্বার্থ হাসিলের জন্য নানা অপকর্ম করছে। এতে কোনো সাধারণ মানুষ জড়িত নয় বলেও দাবি করেন তিনি।
এসজেড/
Leave a reply