চাঁপাইনবাবগঞ্জে বিএনএম প্রার্থীর বাড়িতে ককটেল হামলা

|

চাঁপাইনবাবগঞ্জ করেসপনডেন্ট:

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিনের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়াও বাড়ির সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত পৌনে ৮টার দিকে লোডশেডিং চলাকালীন সময়ে জেলা শহরের ফুড অফিস মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ির সামনের দেয়ালে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে আব্দুল মতিন বলেন, নির্বাচনে অংশগ্রহণ করায় আমাকে ভয়ভীতি দেখাতে দূর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। আমি যেন নির্বাচনে অংশগ্রহণ না করি সেটাই তারা চাইছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা নির্বাচন কর্মকর্তাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকতারা। ঘটনার পর বাড়িতে পুলিশ পাহারার দাবিও জানিয়েছেন আব্দুল মতিন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছায়েদুল হাসান বলেন, উদ্ধারকৃত ককটেল ও আলামত পরীক্ষার জন্য প্রেরণ করা হবে। দূর্বৃত্তদের শণাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ। ঘটনার পর থেকে ওই এলাকার নিরাপত্ত জোরদার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply