শুরু বিএনপির ডাকে ৪৮ ঘণ্টার অবরোধ

|

দুই দিন বিরতির পর বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে চলছে ৪৮ ঘণ্টার অবরোধ। শেষ হবে মঙ্গলবার ভোর ৬টায়।

অন্যান্য দিনের তুলনায় সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত যান চলাচল কম। ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। ভোগান্তির কারণেই এ যাত্রী সংকট, দাবি পরিবহন সংশ্লিষ্টদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন এবং কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করছে দলটি।

২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর, এ নিয়ে নবম দফার অবরোধ শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে, এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply