রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ককটেল নিক্ষেপ

|

রাজশাহী ব্যুরো:

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউন নবী আল মামুনের কার্যালয় লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর উপশহর দুই নম্বর সেক্টরের আল মামুনের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও চেম্বার রাজশাহী কমিউনিকেশনের কার্যালয় লক্ষ্য করে ককটেলটি ছোড়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

ককটেল বিস্ফোরণের পরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপশহর ফাঁড়ির পুলিশ ও এবিপিএন এর সদস্যরা। পুলিশ ঘটনা স্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। এছাড়া অ্যাডিশনাল ডিআইজি মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্বতন্ত্র প্রার্থী রেজাউন নবী আল মামুন জানান, গত বৃহস্পতিবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনযনপত্র জমা দেন। যারা এই নির্বাচন চায় না, তারাই নির্বাচন থেকে তাকে দূরে রাখতে এই কাজ করেছে বলে তার অভিযোগ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply