চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

|

চট্টগ্রাম ব্যুরো:

তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে চট্টগ্রামে। মনোনয়ন জমা দেয়ার সময় হয়েছে সবচেয়ে বেশি শোডাউন। চলছে সভা-সমাবেশও। বেশিরভাগই ক্ষমতাসীন দলের প্রার্থী। কয়েকজনকে করা হয়েছে শোকজও।

নির্বাচনী বিধি মতে তফসিল ঘোষণার পর প্রার্থীদের বাস, ট্রাক কিংবা মোটরসাইকেল সহকারে মিছিল বা শোডাউনের সুযোগ নেই। কিন্তু কয়জন মানছেন আচরণবিধি? তফসিলের পর বিশাল শোডাউন করে এলাকায় ফিরেছেন চট্টগ্রামের ১৬টি আসনের বেশিরভাগ প্রার্থী। প্রতীক বরাদ্দের আগেই সভা সমাবেশও করছেন অনেকে।

মিছিল স্লোগানে নিষেধাজ্ঞা থাকলেও, তা মানেননি আওয়ামী লীগের প্রার্থীরা। এ নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর হামলাও হয়েছে।

একই রঙের শাড়ি কিংবা পাঞ্জাবি পড়িয়ে শতশত কর্মী সমর্থক জড়ো করেছেন কয়েকজন প্রার্থী। কেউ এসেছেন পতাকাবাহী গাড়িতে সরকারি প্রটোকলে।

আইনের প্রয়োগ না থাকায় শোডাউন বন্ধ হচ্ছে না বলছেন বিশ্লেষকরা।

নির্বাচন অনুসন্ধান কমিটির পাশাপাশি, চট্টগ্রামে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকলেও, শোকজ নোটিশ দেয়া ছাড়া এখনও ব্যবস্থা নেয়া হয়নি কারও বিরুদ্ধে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply