৫২ দিন ধরে বিদ্যুৎবিহীন গাজা: জাতিসংঘ

|

অন্ধকারে আছন্ন গাজার একটি দৃশ্য। ছবি: আল জাজিরা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১১ অক্টোবর থেকে বিদ্যুৎ নেই বলে জানিয়েছে জাতিসংঘ পরিচালিত গাজা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির (জিইডিসিও)। রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ৮ অক্টোবর গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। ঠিক দু’দিন পর, জিইডিসিও বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি থেমে যায়।

জাতিসংঘে তথ্য অনুযায়ী, অক্টোবরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আগেও, জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত গাজায় প্রতিদিন গড়ে ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ছিল।

প্রসঙ্গত, গত এক দশক ধরে গাজা উপত্যকা একটি দীর্ঘস্থায়ী বিদ্যুতের ঘাটতিতে ভুগছে। যা ইতিমধ্যেই ভয়ংকর রুপ ধারণ করেছে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি শেষ হতে না হতেই ইসরায়েলি তাণ্ডবে গাজায় প্রাণ গেছে আরও অন্তত ১৮০ ফিলিস্তিনির। চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply