মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল

|

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি ভোটারদের যে নাম ও স্বাক্ষর জমা দিয়েছিলেন এগুলোর মধ্যে কয়েকজনের তথ্য যাচাই-বাছাই করে সঠিক পাওয়া যায়নি। তাই তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে মাহি বলেন, তার সমর্থনে যারা স্বাক্ষর করেছিলেন তাদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। ফলে স্বাক্ষরকারীরা ভয়ে তা অস্বীকার করেছেন। এছাড়া স্বাক্ষরকারীদের কেউ অন্য এলাকার ভোটার হওয়ার সুযোগ নেই। কারণ- ভোটার তালিকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই সরবরাহ করা হয়েছিলো। তিনি এ সিদ্ধান্তের বিপক্ষে আপিল করবেন বলে জানিয়েছেন।

এর আগে, গত ৩০ নভেম্বর রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মাহি।

/আরএইচ/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply