Site icon Jamuna Television

কর্মী না পেয়ে টোকাইদের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি: ওবায়দুল কাদের

ফাইল ছবি।

চোরাগোপ্তা হামলার জন্য বিএনপি এখন কর্মী পাচ্ছে না, সেজন্য টাকা দিয়ে টোকাইদের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৩ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতিতে জড়িয়ে অনেকেই নিজের জীবন নষ্ট করতে চান না। যারা সুস্থ রাজনীতিতে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

১৪ দলীয় জোট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জোটকে বাইরে রেখে নির্বাচন করার কথা ভাবেনি আওয়ামী লীগ। জোটের নেতা বা যারা আগে বিজয়ী হয়েছেন তাদেরকে অবশ্যই বিবেচনা করা হবে।

এছাড়াও নির্বাচন কমিশনের বদলি বা প্রত্যাহারের বিষয়ে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

/আরএইচ/এনকে

Exit mobile version