নির্বাচন কেন্দ্র করে নতুন শিক্ষাক্রম নিয়ে ভয়ানক অপপ্রচার চালানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

|

নির্বাচনকে কেন্দ্র করে নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে ভয়ানক অপপ্রচার চালাচ্ছে কিছু ব্যক্তি ও গোষ্ঠী, এমন দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৩ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে শিক্ষার্থীদের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী দাবি করেন, নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি অপপ্রচার চলছে। এক্ষেত্রে অভিভাবকদের সংশয়কে কাজে লাগাচ্ছে অপপ্রচারকারীরা। নতুন শিক্ষা কার্যক্রমের অংশ নয় এমন অনেক ধরনের পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, এসময় শিক্ষার্থীদের পাঠাভ্যাস উন্নয়নের জন্য ৮ বিভাগ থেকে আসা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী। পাঠাভ্যাস উন্নয়নে ৬৪ জেলার ২৫ লাখ শিক্ষার্থীদের জন্য ৩১ লাখ বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply