আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

|

ফিলিপাইনের হিনাতুয়ানে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৫৬.২ কিলোমিটার গভীরে ছিল।

উল্লেখ্য, গতকাল শনিবার ফিলিপাইনে দুই ঘণ্টার মধ্যে দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। প্রথমটি স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটে ফিলিপাইনের মিন্দানাওয়ে অনুভূত হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৭.৫। দ্বিতীয়টি একইদিন স্থানীয় সময় রাত ১২টা ৩ মিনিটে ফিলিপাইনের বার্সেলোনায় অনুভূত হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৬.৪।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply