আমি কোনোদিন রাজনীতি করতে পারতাম না। কারণ, আমি অলস, আমি ঘুমাই। বলেছেন অভিনেতা আলমগীর। রোববার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
চিত্রনায়ক আলমগীর বলেন, একটি কথা প্রায়ই বলা হয়, ঢাকা শহরের প্রথম প্রতিরোধ গড়া হয় ফার্মগেট থেকে। তার নেতৃত্বে ছিলেন আমাদের মন্ত্রী মহোদয়। তার সাথে কিন্তু আমিও ছিলাম। ইতিহাসটা নিশ্চয়ই মনে আছে আপনার (স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে তাকিয়ে)। পরে তিনি নেতা হয়েছেন, আমি অভিনেতা হয়েছি। একই এলাকায় তো দুজন নেতা থাকতে পারে না। একটু চেঞ্জ হতে হয়।
ঢাকা-১২ নাগরিক কমিটির সভাপতি আলমগীর বলেন, আমরা খুব ভাগ্যবান। কারণ, বাঙালি জাতিকে একটি দেশ দিয়ে গেছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গত ১৫ বছর দেশের যে উন্নয়ন সাধন করেছেন, তা আমাদের সবার চোখে দৃশ্যমান। তবে কিছু লোক আছে, যারা কাকের মতো চোখ বন্ধ রেখে বলে যে, কিছুই দেখতে পাচ্ছি না। ষড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে বলে আহ্বান জানিয়েছেন চিরসবুজ চিত্রনায়ক।
/এএম
Leave a reply