গাজায় ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল

|

গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় নিহত আত্মীয়র লাশের পাশে শোক প্রকাশ করছেন একজন ফিলিস্তিনি। ছবি: আল জাজিরা।

গাজা জুড়ে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সঠিক সংখ্যা জানা না গেলেও ব্যাপক প্রাণহানির কথা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ট্যাংক নিয়ে খান ইউনিসে প্রবেশ করেছে ইসরায়েলের পদাতিক বাহিনী।

এদিকে, রাফাহ্ শহরেও রাতভর চলে হামলা। ইয়াবনা শরণার্থী শিবির ও আল জেনেইনা এলাকায় হয় ভয়াবহ আগ্রাসন। উত্তরে নির্বিচার বোমাবর্ষণের শিকার জাবালিয়া শরণার্থী ক্যাম্প। এক বিবৃতিতে ২৪ ঘণ্টায় সাত শতাধিক ফিলিস্তিনির মৃত্যুর খবর জানায়, গাজা’র স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে, গত বৃহস্পতিবার শেষ হয় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ। গাজায় চলমান আগ্রাসনে সাড়ে ১৫ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ১৮ লাখ মানুষ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply