Site icon Jamuna Television

ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসা কেনো অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

যশোর জেলা যুবদলের সহ-সভাপতি অসুস্থ আমিনুর রহমানকে সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১০ দিনের মধ্যে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা দিতে বলা হয়েছে। একইসাথে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসা দেয়া কেনো অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোম্মবার (৪ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে আজ এই আদেশ দেন।

গত ২৯ নভেম্বর কারাবন্দি যশোর জেলা যুবদলের সহ সভাপতি অসুস্থ মো. আমিনুুর রহমানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় চিকিৎসা দেওয়ার ঘটনা হাইকোর্টের নজরে আনেন বিএনপির আইনজীবীরা। এর পর রোববার আমিনুরের স্ত্রী নাহিদ সুলতানা রিট দায়ের করেন।

এটিএম/

Exit mobile version