Site icon Jamuna Television

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

গাজায় ইসরায়েলি বিমান হামলার একটি দৃশ্য। ছবি: টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলে চালানো অভিযানের পেছনে জড়িত হামাসের এক কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। রোববার (৩ ডিসেম্বর) এমন দাবি করে দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, নিহত হামাস সদস্যের নাম হাইতাম খুওয়াজারি। শাতি ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন তিনি। নজিরবিহীন ‘আল-আকসা ফ্লাড’ অপারেশনে অংশ নেয়াদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

তেল আবিবের দাবি, গাজা সিটির কাছাকাছি আল শাতি শরণার্থী শিবিরে লুকিয়ে ছিলেন তিনি। সেখান থেকেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধে নেতৃত্ব দিতেন। রোববার বিমান হামলায় মৃত্যু হয় তার। অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। শরণার্থী ক্যাম্পে হামাসের আরও সদস্য লুকিয়ে আছে বলে দাবি ইসরায়েলের। আগামী দিনগুলোতে অভিযান আরও জোরালো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ।

/এআই

Exit mobile version