Site icon Jamuna Television

গাজীপুরে চলন্ত বাসে আগুন

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুর মহানগরের কাশিমপুরের জিরানী বাজার এলাকায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কের এঘটনাটি ঘটেছে। আগুনে বাসের পিছনের কিছু অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছানোর পর বাসের পেছনের সিট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে চালক বাসটি থামালে যাত্রীরা নিরাপদে নেমে পড়ে। স্থানীয়রা বাসটির আগুন নেভায়।

বাসের সহকারী জিয়াউর রহমান বলেন, জিরানি বাজারের সামনে বাস পৌঁছালে পিছনের সিটে হঠাৎ আগুন দেখতে পাই। বাসের পিছনের কিছু অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

গাজীপুরের কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম বলেন, যারা বাসে আগুন দিয়েছে পুলিশ তাদের আটক করতে চেষ্টা করছে।

/এনকে

Exit mobile version