Site icon Jamuna Television

সাকিব আল হাসানের পক্ষে আনন্দ মিছিলের জেরে হামলার অভিযোগ

মাগুরায় দল মনোনীত প্রার্থী সাকিব আল হাসানের পক্ষে আনন্দ মিছিলের জেরে হামলার অভিযোগ করেছেন এক আওয়ামী লীগ নেতা। আহত গোলাম মোর্শেদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

নির্যাতিতদের অভিযোগ, রোববার (৩ ডিসেম্বর) বিকালে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নে তার নেতৃত্বে মিছিল হয়। গতকাল ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লার সমর্থকরা গোলাম মোর্শেদসহ কয়েকজনের ওপর হামলা চালায়। গুরুতর জখম করা হয় মোর্শেদকে।

এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল হালিম একই দলের নেতা ও ঘটনার পর থেকে এলাকা ছাড়া।

এটিএম/

Exit mobile version