জেগে উঠলো ইন্দোনেশিয়ার ‘মারাপি’ আগ্নেয়গিরি

|

ইন্দোনেশিয়ার 'মারাপি' আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের একটি দৃশ্য। ছবি: আনাদুলু এজেন্সি।

সক্রিয় হয়ে উঠলো ইন্দোনেশিয়ার ‘মারাপি’ আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের পর কালো ধোয়া ও ছাইয়ে ঢেকে গেছে লোকালয়। সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে তুরস্কের গণ মাধ্যম আনাদুলু এজেন্সি এ খবর জানায়।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, রোববার স্থানীয় সময় ২ টা ৫৪ নাগাদ সক্রিয় হয়ে ওঠে গিরিটি। আগ্নেয়গিরির ছাঁই ছড়িয়েছে ৩ হাজার মিটার পর্যন্ত এলাকাজুড়ে।

প্রতিবেদনে বলা হয়, ‘মারাপি’ আগ্নেয়গিরির প্রভাবে আশপাশের অঞ্চলগুলিতে ছাইয়ের পুরু স্তরে ঢাকা পড়েছে রাস্তা-ঘাট ও ফসলি জমি। তবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও। এ অঞ্চলটিতে সক্রিয় আছে প্রায় ১২৭টি আগ্নেয়গিরি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply