মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের বোমা ও অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে ইসরায়েল। এমন অভিযোগ করেছেন বাংলাদেশে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস রামাদান। তিনি বলেছেন, এর মাধ্যমে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, হত্যা করে ফিলিস্তিনিদের দমানো যাবে না।
পশ্চিমা মিডিয়ায় ইসরায়েলি প্রপাগান্ডা চলছে বলেও অভিযোগ করেন ফিলিস্তিন রাষ্ট্রদূত। এক্ষেত্রে বাংলাদেশ সরকার ও মিডিয়ার ভুমিকার প্রশংসাও করেন তিনি। পরে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই হলো মধ্যপ্রাচ্য সমস্যার সমাধানের একমাত্র পথ।
এ সময় পশ্চিমাদের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, তারা মানবাধিকার নিয়ে কথা বলে; অথচ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই।
এটিএম/
Leave a reply