সভায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, শাহজাহান ওমরকে শোকজ

|

ঝালকাঠি করেসপনডেন্ট:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিস্কৃত ব্যারিস্টার শাহজাহান ওমরকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার এ আদেশ দেন। সেই সাথে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াসহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না, তা জানতে চেয়ে বুধবারের (৬ ডিসেম্বরের) মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

সকালে, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে সভা করেন শাহজাহান ওমর। সভায় উপজেলা বিএনপির সভাপতি জলিল মিয়াজী একটি বন্দুক নিয়ে শাহজাহান ওমরের পাশে বসে ছিলেন। ঘটনার সময় একটি রিভলবার দেখা গেছে শাহজাহান ওমরের কোমরেও। এই খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাহজাহান ওমরকে শোকজ করা হয়।

বন্দুক নিয়ে অবস্থানের কারণে ভোটারদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অস্ত্র প্রদর্শনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা জন্ম দেয় সমালোচনার।
এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply