স্টাফ রিপোর্টার, মাদারীপুর:
পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় ২৩ সে.মি. পানি হ্রাস পেয়েছে। ফলে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নাব্যতা পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। এনিয়ে গত ৫ দিনে ১১৮ সে.মি. পানি কমলো পদ্মায়। লৌহজং টার্নিং ছাড়াও নৌপথের পদ্মা সেতুর চায়না চ্যানেল টার্নিং পয়েন্টসহ কয়েকটি পয়েন্টে নাব্যতা সংকট প্রকট আকারে দেখা দিয়েছে। ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, আজ সকাল ৭টা থেকে সীমিত আকারে হালকা যানবাহন নিয়ে ৩/৪ টি ছোট ও মাঝারি ফেরি চলাচল শুরু করেছে।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সহকারী ম্যানেজার মোঃ রুহুল আমিন বলেন, নাব্যতা সংকট নিরসনে ড্রেজিং চলছে। সংকট নিরসন না হওয়া পর্যন্ত যাত্রী ও যানবাহনগুলোর বিকল্প রুট ব্যবহার করা উচিত।
Leave a reply