মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত শতাধিক সেনা সদস্য

|

ফাইল ছবি।

মিয়ানমারের শান রাজ্যে সামরিক জান্তার সাথে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, সংঘাতে সামরিক বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার নাও এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ৩০ নভেম্বর দক্ষিণ কোকাং অঞ্চলের শি শান এলাকায় সেনা সদস্যদের ওপর হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী এমএনডিএএ এর সদস্যরা। তাদের হামলার মুখে প্রায় ৩০০ সৈন্য পিছু হঠতে বাধ্য হয়। এক পর্যায়ে তারা পালানোর চেষ্টা করলে বিদ্রোহীদের হামলায় নিহত হয় শতাধিক সেনা।

বেশ কিছুদিন ধরেই মিয়ানমানের বিভিন্ন স্থানে বিদ্রোহীদের চাপের মুখে কোণঠাসা সামরিক বাহিনী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply