প্রার্থিতা ফিরে পেতে প্রার্থীদের আপিল কার্যক্রম শুরু

|

প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন ভবনে আপিল কার্যক্রম শুরু হয়েছে। আবেদন করছেন বিভিন্ন কারণে বাদ পড়া প্রার্থীরা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আপিল কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ৭-৮ জন প্রার্থী আবেদন করেছেন।

যেসব ক্ষেত্রে স্বাক্ষর কিংবা অন্য ছোটখাটো সমস্যা রয়েছে তা সমাধান করে প্রার্থীরা আবেদন জানিয়েছেন। এছাড়া ঋণ খেলাপি প্রার্থীদের ব্যাংকে টাকা পরিশোধের প্রমাণ দেয়া সাপেক্ষে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা। আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল সোমবার (৪ ডিসেম্বর)। এদিন যাচাই-বাছাই শেষে সারাদেশে জমা পড়া ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্রের মধ্যে বৈধ ঘোষণা করা হয় ১ হাজার ৯৮৫টি। বাকি ৭৩১টি মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিল ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply