মাগুরা করেসপনডেন্ট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় নেতাকর্মীদের সাথে কথা বলেন তিনি।
সাকিব আল হাসান বলেন, আমি সবসময় কাজে বিশ্বাসী ছিলাম। আশা করি, কাজের মাধ্যমেই সব কিছু প্রমাণ করবো। আমাকে আপনাদের কাছে পাঠানো হয়েছে, নৌকাকে জয়ী করার দায়িত্ব আপনাদেরই।
বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক আরও বলেন, নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। তবে সবার সহযোগিতা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সকলের সমর্থন যেহেতু আছে, এতে ভোটারদের কেন্দ্রে আনতে এবং নৌকাকে বিজয়ী করতে খুব বেশি সমস্যা হবে না বলে মত প্রকাশ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এসময় মাগুরাকে বাংলাদেশের একটি মডেল জেলায় রূপান্তর করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এএস/এএম
Leave a reply