পঞ্চগড়ে স্বামীর নির্যাতনের ক্ষোভে বিষপানে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

|

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বামীর নির্যাতনে সবুরা খাতুন নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। সোমবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

মৃত সবুরা উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর এলাকার কাশিম উদ্দিন হুলুর স্ত্রী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় ২২ বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দেবনগর ইউনিয়নের কামাতপাড়া এলাকার ফজলে করিমের মেয়ে সবুরা খাতুনকে বিয়ে করে ভূতিপুকুর এলাকার নসির উদ্দিনের ছেলে কাশিম উদ্দিন হুলু। বর্তমানে তাদের সংসারে দুটি মেয়ে সন্তান রয়েছে। মাঝেমধ্যেই তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলত।

পরবর্তীতে, গত রোববার ভাইয়ের বাড়িতে যাওয়ার আবদার করায় তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাশিম তাকে মারধর করে। ক্ষোভে বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে সবুরা। পরে তাকে আবারও মারধর করা হয়।

সবুরার ভাই খাদেমুল ইসলাম বলেন, কাশিম আমার বোনকে সামান্য বিষয় নিয়ে মারধর করতো। সেদিন আমার বাড়িতে আসতে চাওয়ায় তাকে প্রচণ্ড মারপিট করে। রাগে ক্ষোভে আমার বোন আত্মহত্যার জন্য বিষপান করে। সোমবার রাতে আমার বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তারা লাশ রেখে পালিয়ে যায় তার স্বামী। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা যদি থানায় কোন অভিযোগ দায়ের করেন তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এএস/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply