মিরপুর টেস্টে কিউইদের স্পিন ঘূর্ণিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে ব্যাটিং করতে নেমে ৪৭ রানের মধ্যেই ফিরে গেছেন টাইগারদের ৪ ব্যাটার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে সাবধানী ব্যাটিং করেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। নতুন বলে প্রথম সেশনের দশ ওভার বিনা উইকেটে কাটিয়ে দেন এই দুই ওপেনার। তবে পরপর দুই ওভারে জয় ও জাকিরকে ফিরিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
ইশ সোধির পরিবর্তে একাদশে জায়গা পাওয়া মিচেল স্যান্টনারকে অবিবেচকের মতো উড়িয়ে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন জাকির। দলীয় ২৯ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর যেন পথ হারান পরবর্তী ব্যাটাররা। সঙ্গী হারিয়ে পরের ওভারে ১৪ রান করে ফেরেন জয়ও। বিপদ আরও বাড়ে ৯ রান করে শান্ত আর ৫ রান করে মোমিনুল আউট হলে। ৪৭ রান তুলতেই চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা।
সেখান থেকে জুটি গড়ার চেষ্টা করছেন মুশফিকুর রহিম (১৮*) ও শাহাদাত হোসেন দিপু (১৪*)। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৮০। চারটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন দুই স্পিনার এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার।
এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশে এসেছে একটি পরিবর্তন। ইশ শোধি বাদ পড়েছেন। তার জায়গা নিয়েছেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ।
/এএম
Leave a reply