সংসদে পাস হওয়া শ্রম বিল ফেরত পাঠালেন রাষ্ট্রপতি

|

মালিকদের জরিমানা বিষয়ে আইনের ধারায় ত্রুটি থাকায় সংসদে পাস হওয়া শ্রম বিল রাষ্ট্রপতি ফেরত পাঠিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ত্রুটি সংশোধন করে নির্বাচনের পর সংশোধনীটি পুনরায় সংসদে তোলা হবে। এর সাথে মার্কিন শ্রম নীতির কোনো সম্পর্ক নেই।

বুধবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে এ নিয়ে গণমাধ্যমে কর্মীদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য শ্রম বিল পাঠানো হয়েছিল। তবে ত্রুটির বিষয়টি মন্ত্রণালয় বঙ্গভবনে জানালে আইনটি ফেরত পাঠানো হয়।

আইন অনুযায়ী, কোনো মালিক বেআইনিভাবে লকআউট শুরু করলে, অথবা চালিয়ে গেলে অথবা উহাকে এগিয়ে নেয়ার মতো কাজ করলে, ৬ মাস পর্যন্ত কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এক্ষেত্রে ভুলভাবে ৫ হাজার টাকা জরিমানা লেখা হয়েছিল। সংশোধিত আইনে জরিমানা বাড়ানো হয়েছে। শ্রম আইনের ৪৫ ধারার উপধারা ২ এর জায়গায় ১ লেখা ছিল। সেটা সংশোধন করা হবে। এরপর সংশোধনীটি পুনরায় সংসদে তোলা হবে বলেও জানান আইনমন্ত্রী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply