চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার স্বর্ণের গহনাসহ আটক ১

|

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গার দর্শনার পৌর এলাকার পরানপুর থেকে ১ কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণের গহনাসহ একজনকে আটক করেছে গােয়েন্দা পুলিশ। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার পরানপুর-লোকনাথপুর সড়কে অভিযান চালিয়ে ৬টি প্যাকেটে মোড়ানো অবস্থায় এ স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

আটককৃত ব্যাক্তির নাম আবু সহিদ হোসেন (৪৩)। তিনি দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের দাউদ আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দর্শনা পৌর এলাকার পরানপুর-লোকনাথপুর সড়ক দিয়ে স্বর্ণ অথবা মাদকের একটি বড় চালান পাচার হতে পারে। এ খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তারা সহিদের দেহ তল্লাশি করে ৬টি প্যাকেটে মোড়ানো অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) নাজিম উদ্দিন আল-আজাদ বলেন, এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার করা স্বর্ণের গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা দেয়া হবে বলেও জানান তিনি।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply