সিলেট করেসপনডেন্ট:
সিলেটে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের কদমতলী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
বাসের চালক জাবেদ মিয়া জানান, তিনি বালাগঞ্জ থেকে বাসটি ছেড়ে কদমতলী বাস টার্মিনালে যাত্রী নিয়ে পৌঁছান। পরে তিনি যাত্রীদের নামিয়ে রেল স্টেশনের সামনের রাস্তায় বাসটি পার্কিং করে চা পান করতে যান। একপর্যায়ে তিনি হঠাৎ বাস থেকে ধোঁয়া উড়তে দেখে দৌড়ে আসেন। এ সময় তিনি ৩টি মোটরসাইকেলে ৬ জনকে পালিয়ে যেতে দেখেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সুহেল রেজা জানান, সারাদেশব্যাপী যারা অবরোধের নামে জ্বালাও পোড়াও করছে তাদেরই কেউ এ ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ ইতোমধ্যে নাশকতাকারীদের ধরতে অভিযানে নেমেছে।
আরএইচ/এটিএম
Leave a reply