আজ সারাদিন ঝোড়ো হাওয়া ও বৃষ্টি থাকবে ১৭ জেলায়

|

সকাল থেকেই ঢাকাসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিলছে। আজ মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বলা হচ্ছে, রাতের আগে বৃষ্টি থামলেও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন।

যে ১৭ জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস আছে, সেগুলো হলো রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট।

অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব অঞ্চলগুলোর ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে মিগজাউমের প্রভাবে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় দিনাজপুরে। সেখানে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাজধানীতেও চলছে টানা বৃষ্টি।
এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply