গার্মেন্টস শ্রমিকদের অধিকার নিশ্চিতে বাংলাদেশের সাথে আরও কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অন্যান্য খাতের শ্রমিকদেরও অধিকার নিশ্চিতে আগ্রহ আছে ওয়াশিংটনের। দেশটির এমন মনোভাবের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
‘বাংলাদেশ তুলা দিবস ২০২৩’ উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
পিটার হাস বলেন, তৈরি পোশাক খাতের জন্য সাম্প্রতিক ন্যূনতম মজুরি পর্যালোচনা একটি প্রমাণভিত্তিক জাতীয় মজুরি নীতির সুস্পষ্ট প্রয়োজনীয়তা দেখিয়েছে। যা গার্মেন্টস শ্রমিকদের গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে। দ্বিপক্ষীয় সম্পর্ক, টেকসই উন্নয়ন ও বাংলাদেশে থাকা মার্কিন কোম্পানিগুলোর প্রত্যাশিত পরিবেশের জন্য শক্তিশালী শ্রম আইন ও বাস্তবায়ন অত্যাবশ্যক।
/এমএন
Leave a reply