Site icon Jamuna Television

আইসিসির মাসসেরার দৌড়ে নাহিদা-ফারজানা

নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচনের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার ও একজন পাকিস্তানি ক্রিকেটার।

আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। যেখানে বড় অবদান নাহিদা আক্তারের। ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন এই স্পিনার।

সেরার তালিকায় মনোনয়ন পাওয়া আরেক বাংলাদেশি ফারজানা হক। সবশেষ ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছিলেন এই টপ-অর্ডার ব্যাটার। সিরিজে ৩৭ গড়ে ১১০ রান করেন তিনি। তার সেরা ইনিংসটি ছিল ৬২ রানের।

এছাড়া এই তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার সাদিয়া ইকবাল। বাংলাদেশ সফরে পাক পেসার সাদিয়া দুর্দান্ত ফর্মে ছিলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শিকার করেছেন ৬ উইকেট।

/এনকে

Exit mobile version