বৃষ্টি কবে কমবে, জানালো আবহাওয়া অধিদফতর

|

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে বুধবার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্নপ্রান্তে টানা বৃষ্টিপাত হচ্ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে খেটেখাওয়া মানুষদের। বৃষ্টির সাথে জেঁকে বসতে শুরু করেছে শীত। এ অবস্থায় বৃষ্টি কতক্ষণ চলবে তা জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply