হিজবুল্লাহর হামলায় ১ ইসরায়েলি নিহত, নেতানিয়াহুর হুঁশিয়ারি

|

ছবি: এএফপি

ইসরায়েল ও লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। বৃহস্পতিবারও (৭ ডিসেম্বর) দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের এক বেসামরিক নাগরিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ইসরায়েলের সামরিক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির একটি সংবাদমাধ্যম জানায়, তাদের উত্তরাঞ্চলে গাইডেড মিসাইল ছুঁড়েছে হিজবুল্লাহ। যাতে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করলে বৈরুতকে ‘গাজায়’ পরিণত করা হবে।

যদিও হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি। যুদ্ধবিরতি শেষে তেলআবিব গাজায় আগ্রাসন চালানো শুরু করলে আবারও উত্তপ্ত হয়ে উঠে লেবানন-ইসরায়েল সীমান্ত। দুই দেশের মধ্যে পুনরায় শুরু হয় হামলা-পাল্টা হামলা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply